দিবারাত্রির টেস্ট ক্রিকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে এবার ঘরোয়া ক্রিকেটে দিবা রাত্রির টেস্ট ক্রিকেটের আয়োজন করতে চায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। নিজেদের ঘরোয়া আসরে গোলাপি বলে চার দিনের ম্যাচ আয়োজনের কথাই জানিয়েছেন ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ডের ম্যানেজার রোল্যান্ড হোল্ডার।
নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে দুবাইয়ে গেল সপ্তাহেই প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে খেলা সেই ম্যাচে অবশ্য চরম নাটকীয়তার পর হার মানে ক্যারিবীয়রা।
২০০৯ সালেও অবশ্য নিজেদের ঘরোয়া ক্রিকেটে এই গোলাপি বলে চার দিনের ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিলো ক্যারিবীয়ানরা। এক্ষেত্রে একটি দল দুই দিনের বেশি ব্যাট করতে পারবে না, এমন বাধ্যবাধকতা রেখেই নতুন নিয়মের প্রচলন করতে চাচ্ছে তারা। যদিও এসব নতুন নিয়ম আইসিসি কর্তৃক স্বীকৃত নয় বলে এ ম্যাচগুলো প্রথম শ্রেণির ক্রিকেটের মর্যাদা পাবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন