Live Sports

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

প্রিমিয়ার লিগ ফুটবলের মধ্যবর্তী দলবদল শুরু

অন্যদিকে প্রথম পর্ব শেষে টেবিলের নিচের দিকে থাকা ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানেরও চোখ ভালো মানের বিদেশী ফুটবলারদের দিকেই।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ২০১৫-১৬ মৌসুম'কে সামনে রেখে অনেকেই বড় বাজেটের দল গড়লেও বেশির ভাগই ছিলো মাঝারি ও কম বাজেটের দল। তবে, এবারের আসরের প্রথম পর্বে বাজেটের অংকের গুরুত্ব মুছে দিয়ে বারবারই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কম বাজেটের দলগুলো।
তবে প্রতি আসরে যে ক্লাবটি সবচেয়ে বড় বাজেটের দল গড়তো সেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সবমিলিয়ে সদস্য সংখ্যা মাত্র ২২ জন। যেখানে বর্তমান চ্যাম্পিয়নদের বাজেটটাও ছিলো বেশ কম।
প্রথম পর্বে পয়েন্ট টেবিলে আধিপত্য থাকলেও শেষ দিকে এসে ৪ নম্বরে নেমে এসেছে ধানমন্ডির জায়ান্টরা। তাই, দ্বিতীয় পর্বের ভালো ফলাফলের জন্য বিদেশী খেলোয়াড় দলের টানার কথা ভাবছে দলটি।
অন্যদিকে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান কম বাজেটে গড়েছে এ মৌসুমের দল। ভরাডুবি সামলাতে তাদেরও লক্ষ্য ভালো মানের বিদেশী ফুটবলার নিয়োগের।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল বলেন, 'চ্যাম্পিয়ন দলের রিপ্লেসমেন্টের জন্য একটা খেলোয়াড় থাকতে হয় যেটা আমাদের দলে নেই। এখন আমরা চেষ্টা করবো আরো দুইটা বিদেশি খেলোয়াড় আনার জন্য। লোকাল খেলোয়াড়তো সত্যি কথা বলতে বাংলাদেশে নেই।'
মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক সারোয়ার হোসেন বলেন, 'সেনেগালের একটা খেলোয়াড় আসছে এবং সে ক্যামেরুনের জাতীয় দলে খেলেছে। আমরা তিনজন খেলোয়াড় পরিবর্তনের জন্য প্রক্রিয়া শুরু করেছি।'

এদিকে, দলের অবস্থা বিচারে চ্যাম্পিয়নশিপের তকমা ধরে রাখার আশা কিছুটা ফিকে মনে হলেও, এখনো সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলে মনে করেন শেখ জামালের ম্যানেজার। অন্যদিকে, মোহামেডানের লক্ষ্য সেরা ৬'য়ের মধ্যে থেকে লিগ শেষ করার।
৩১ অক্টোবর শেষ হবে প্রিমিয়ার লিগ ফুটবলের মধ্যবর্তী দলবদলের সময়সীমা।

ঘরোয়া ক্রিকেটে দিবারাত্রির টেস্ট আয়োজন করবে ওয়েস্টইন্ডিজ

দিবারাত্রির টেস্ট ক্রিকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে এবার ঘরোয়া ক্রিকেটে দিবা রাত্রির টেস্ট ক্রিকেটের আয়োজন করতে চায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। নিজেদের ঘরোয়া আসরে গোলাপি বলে চার দিনের ম্যাচ আয়োজনের কথাই জানিয়েছেন ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ডের ম্যানেজার রোল্যান্ড হোল্ডার।
নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে দুবাইয়ে গেল সপ্তাহেই প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে খেলা সেই ম্যাচে অবশ্য চরম নাটকীয়তার পর হার মানে ক্যারিবীয়রা।
২০০৯ সালেও অবশ্য নিজেদের ঘরোয়া ক্রিকেটে এই গোলাপি বলে চার দিনের ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিলো ক্যারিবীয়ানরা। এক্ষেত্রে একটি দল দুই দিনের বেশি ব্যাট করতে পারবে না, এমন বাধ্যবাধকতা রেখেই নতুন নিয়মের প্রচলন করতে চাচ্ছে তারা। যদিও এসব নতুন নিয়ম আইসিসি কর্তৃক স্বীকৃত নয় বলে এ ম্যাচগুলো প্রথম শ্রেণির ক্রিকেটের মর্যাদা পাবে না।